পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

Apr 20, 2025 - 15:05
 0  7
পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

ছয় দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হওয়া মহাসমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ছয় দফা দাবি নিয়ে কোনো সমাধান না হলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।’

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি বলেন, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না। আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তারা ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’; ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’; ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশ থেকে আজকের মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনের পক্ষে কথা বলা শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এরপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওযায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। শুক্রবার তারা সারা দেশে কাফন মিছিল কর্মসূচি পালন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow