চীন নাকি ট্রাম্প, কে কাকে বেশি চাপে রাখছে
চীন নাকি ট্রাম্প, কে কাকে বেশি চাপে রাখছে

২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে পণ্য কিনেছে ৪৩ হাজার ৯০০ কোটি ডলারের, বিপরীতে রপ্তানি করেছে মাত্র ১৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য। তিনগুণের বেশি ঘাটতি মেটাতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
আলজাজিরা জানিয়েছে, এতে চীনা পণ্যের দাম প্রায় ২ দশমিক ৫ গুণ বেশি বাড়বে যুক্তরাষ্ট্রে। এতে মার্কিন বাজারে চীনের প্রতিযোগিতা হ্রাস করবে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও আমেরিকান পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। পাশাপাশি ট্রাম্পের পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্র চীনে সবচেয়ে বেশি খনিজ জ্বালানি, সয়াবিন, যন্ত্রপাতি ও উড়োজাহাজ রপ্তানি করে। অন্যদিকে চীন থেকে আমদানি করে ইলেকট্রনিক্স, চিপ, ল্যাপটপ, খেলনা, আসবাব ও প্লাস্টিক পণ্য।
এ পাল্টাপাল্টি শুল্কারোপ বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। অনেক দেশ ও কোম্পানি নতুন করে ব্যবসায়িক কৌশল বদলাতে বাধ্য হচ্ছে।
ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি পণ্য কেনে ক্যালিফোর্নিয়া। ২০২৪ সালে ১২ হাজার ২৮০ কোটি ডলারের পণ্য কিনেছে অঙ্গরাজ্যটি। এর পরের অবস্থানে রয়েছে ইলিনয় ও টেক্সাস।
অপরদিকে চীনে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কলোরাডো, আইওয়া, কানাস, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, উটাহ।
What's Your Reaction?






