নওগাঁয় শিলামণি ও বিগ বাজারের লাখ টাকা জরিমানা

Apr 20, 2025 - 11:49
Apr 20, 2025 - 11:58
 0  9
নওগাঁয় শিলামণি ও বিগ বাজারের লাখ টাকা জরিমানা
দেশী পোশাক ভারতীয় বলে প্রচার করে বেশি দামে বিক্রি করার দায়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ শহরের বাটার মোড় এলাকার দুটি প্রতিষ্ঠান আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টসের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সংস্থাটির নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় সেনাবাহিনীর একটি দল, গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, তারা আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস নামের দুটি দোকানে অভিযান চালান। সেখানে দেশীয় পোশাককে ভারতীয় বলে বিক্রি করা হচ্ছিল। দোকান মালিকদের কাছে পোশাকের ক্রয় ভাউচার চাওয়ার পর তারা তা দেখাতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে, কারচুপি করার কথা স্বীকার করেন তারা। এতে জনগণের কাছে মিথ্যা বিজ্ঞাপন ও অতিরিক্ত দাম গ্রহণের জন্য দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের প্রতারণা রোধে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। ক্রেতাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে তারা কঠোর মনিটরিং চালিয়ে যাবেন। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান তাদের পণ্যের মোড়ক সঠিকভাবে ব্যবহার করেনা এবং ভুল বিজ্ঞাপন দেয়, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে। এই অভিযান থেকে জনগণ সচেতন হবে বলে মনে করছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow